পরিত্যক্ত খাটাল থেকে উদ্ধার সদ্যজাত শিশু
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পরিত্যক্ত খাটাল থেকে উদ্ধার সদ্যজাত শিশু সন্তান। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের চন্ডীদাস বাজার এলাকার ঘটনা। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় বি-জোন ফাঁড়ির পুলিশ। খাটালে পরিত্যক্ত সামগ্রী রাখেন পাশের কোয়ার্টারে থাকা আনারস রায়। তিনি খাটাল থেকে শিশুর কান্না শুনতে পান। গিয়ে দেখেন, লুঙিতে মোড়া রয়েছে ২-৩ দিনের একটি শিশু।
স্থানীয় বাসিন্দারা জানান, কন্যা সন্তান ভূমিষ্ট হলে অনেকে অন্যায় ভাবে তাকে ফেলে দেন। এই শিশুটি অবশ্য ছেলে। তাই কেন তাকে এভাবে কেউ ফেলে দিয়ে গেল, তা ভাবাচ্ছে তাঁদের। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে কে সেখানে রেখে গিয়েছে তা জানতে আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু জানা যায়নি কিছু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।