সিউড়ি শহরের মধ্যে বাড়ি অথচ ২০ বছর ধরে বিদ্যুৎ ছিল না!

দুর্গাপুর দর্পণ, সিউড়ি, ১৯ জুন ২০২৩: শহরের মধ্যে বাড়ি। অথচ ২০ বছর ধরে বিদ্যুৎ ছিল না! বীরভূমের (Birbhum) সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পুরাতন লাইন পাড়ার ঘটনা। ওই পাড়ার মোট ৬টি বাড়িতে দুই দশক ধরে বিদ্যুৎ ছিল না। অবশেষে রবিবার সেই বাড়িগুলিতে বিদ্যুৎ এল। হাঁফ ছেড়ে বাঁচলেন বাসিন্দারা।
জানা গিয়েছে, একটি পরিবারের আপত্তির কারণে বিদ্যুতের খুঁটি বসাতে পারছিল না বিদ্যুৎ দফতর। গত ৭ জুন বিদ্যুৎ সংযোগের দাবিতে পাড়ার ভিতরেই রাস্তা অবরোধ করেছিলেন ওই ছয় বাড়ির বাসিন্দারা। পুলিশের সহযোগিতার আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ তুলে নেন। কিন্তু ফল হয়নি। শুক্রবার মৌমাছি কালীবাড়ির সামনের প্রধান সড়কে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করেন তাঁরা। শেষ পর্যন্ত রবিবার সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং সিউড়ি থানার আইসি দেবাশিস ঘোষের নজরদারিতে বাড়িগুলিতে বিদ্যুতের সংযোগ দেয় বিদ্যুৎ দফতর।