দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৩ আগস্ট ২০২৪: বৃষ্টি থামলেও পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে শনিবারেও উড়ল না কোনও বিমান। এদিকে আগাম খবর না পেয়ে যাত্রীদের অনেকে এয়ারপোর্টে চলে আসেন। সেখানে এসে তাঁরা জানতে পারেন উড়ান বাতিল হয়েছে। ক্ষোভে ফেটে পড়নে তাঁরা। তাঁদের বক্তব্য, আগাম খবর পেলে তাঁরা আসতেন না। এভাবে তাঁদের সমস্যায় ফেলার দায় কে নেবে, প্রশ্ন তাঁদের।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
প্রবল বৃষ্টিতে এয়ারপোর্ট জলমগ্ন হয়ে পড়ায় শুক্রবার ইন্ডিগোর ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লি, তিনটি উড়ানই বাতিল করা হয়। শনিবার চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির উড়ান ছিল। এয়ারপোর্ট থেকে জল নেমে গেলেও সাফাই কাজ শেষ হয়নি। আবর্জনা, কাদা সরিয়ে সব ঝকঝকে করে তুলতে আরও সময় লাগবে বলে মনে করছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সেক্ষেত্রে হয়তো রবিবার থেকে উড়ান চালু হবে বলে মনে করা হচ্ছে।
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।