কর ফাঁকি দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ! তারপর যা হল…

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ মে ২০২৩: বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেজন্য ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশকে চ্যালেঞ্জ করেছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। তিনি হাইকোর্টে গিয়েছিলেন। কিন্তু ইউনুসের তিনটি আয়কর মামলায় সমস্ত দিক খতিয়ে দেখে হাইকোর্ট খারিজ করে দেয়। বুধবার বিচারপতি মহম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ফলে অর্থনীতিবিদকে ১২ কোটি টাকা জরিমানা দিতে হবে।