দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ এপ্রিল ২০২৪: দেড় মাসে একটিও আবেদন জমা পড়েনি CAA-তে? সম্প্রতি এক আরটিআই কর্মী তথ্য জানার অধিকার আইনে এখনও পর্যন্ত অনলাইন পোর্টালের মাধ্যমে দেশের কতজন নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তা জানতে চান। উত্তরে ২৩ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত একজনও আবেদন করেননি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মাস দেড়েক আগে এই আইন চালু করে বিজেপি নেতৃত্ব মনে করেছিলেন, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও তামিলনাড়ুর ভোটবাক্সে এই আইনের ব্যাপক প্রভাব পড়বে। কিন্তু যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে আশার আলো দেখা যাচ্ছে না পদ্ম শিবিরের জন্য, এমনটাই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।