দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৪: মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও এগিয়ে ‘কন্যাশ্রী’রাই। শুক্রবার রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রেই সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমার ৩৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯৮৮৫। যার মধ্যে ছাত্র সংখ্যা ৪৪৪৯ এবং ছাত্রী সংখ্যা ৫৪৩৬।
সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে তৃণমূল ছাত্র পরিষদ, আবার কোথাও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, চকলেট, পেন দিয়ে জানানো হচ্ছে শুভেচ্ছা। পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাশাপাশি পুলিশ।
পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চালানো হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অতিরিক্ত বাস। দুর্গাপুরের ভিড়িঙ্গি টিএন স্কুলে পরীক্ষা দিতে এসে প্রিয়া ঘোষ বলেন, “সময় একটু এগিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। বাড়ি থেকে আসতে কোনও সমস্যা হয়নি। আশা করি পরীক্ষা ভালো হবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।