দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ জানুয়ারি ২০২৪: শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুরের নালন্দা নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের পড়ুয়াদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার রামহরিপুর মিশনের অধ্যক্ষ স্বামী দিব্যনিষ্ঠানন্দ সহ বিশিষ্ট জনেরা। ইনস্টিটিউটের কর্মকর্তা সন্তোষ কুমার চট্টরাজ বলেন, দ্বিতীয় বছরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন। নার্সিং পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। শপথ গ্রহণের মধ্যে দিয়েই জীবন বাঁচানোর অঙ্গীকারবদ্ধ হয় পড়ুয়ারা। সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলে বলেও জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।