রাজীব গান্ধীর জন্মদিন উদযাপনে কংগ্রেস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯ তম জন্মদিন পালন করা হয় কংগ্রেসের তরফে। সদভাবনা দিবস হিসেবে দিনটি পালন করা হয়। গোপালমাঠে রাজীব গান্ধীর মূর্তির পাদদেশে সমবেত হন কংগ্রেস কর্মীরা। রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়। স্মৃতিচারণা করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও দুর্গাপুর স্টিল টাউনশিপের অশোক এভিনিউ, কাশীরাম দাস রোডে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এবং নিউটন এভিনিউতে এই দিনটি পালন করা হয়। প্রদেশ কংগ্রেস নেতা তরুণবাবু ছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিইউসি নেতা রাণা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা , অমল হালদার, তুষার ঘোষ, সুব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তরুণ বাবু বলেন, ডিজিটাল ইন্ডিয়ার যাত্রা শুরু হয়েছিল রাজীব গান্ধীর হাত ধরেই।