প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯ তম জন্মদিন পালন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৯ তম জন্মদিন পালন করা হয় দুর্গাপুর স্টিল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে। দুর্গাপুর মহিলা কলেজ রোটারীতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯ তম জন্মদিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, কংগ্রেস নেতা রবিন গাঙ্গুলী, রজত দীক্ষিত, দেবাশীষ বিশ্বাস, সৌমেন বাউরি, অসীম মশান প্রমুখ। সহ বিভিন্ন নেতৃত্ব। মাল্যদান,স্মৃতিচারনের পর সদ্ভাবনা দিবসের শপথ বাক্য পাঠ করা হয়।