দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ আগস্ট ২০২৩: শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মোৎসর্গ দিবস পালিত হল। বেনাচিতিতে জনান্তিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পাড়ার কচিকাঁচাদের নিয়ে বিপ্লবীকে স্মরণ করা হয়। ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান এবং গান, আবৃত্তি পরিবেশন ও প্রভাত ফেরির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে পাড়ার খুদেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপিকা সুচেতা কুন্ডু। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস পালন করল কচিকাঁচারা
- Post published:August 11, 2023
- Post category:দুর্গাপুর