মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর পোস্ট, গ্রেফতার বালুরঘাটের শিক্ষক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ জুন ২০২৩: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট (derogatory post) করার দায়ে বালুরঘাটের শিক্ষক প্রীতিশ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। হিলি ব্লকের অন্তর্গত ত্রিমোহিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। সোমবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ১ জুলাই পর্যন্ত তাঁকে জেল হাজতের নির্দেশ দেন।
অভিযোগ, কিছুদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করছেন। শনিবার তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে তেমন একটি পোস্ট করেন। তৃণমূলের আইটি সেলের তরফে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই রাতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।