দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুলাই ২০২৪: তিন ছেলে। একজন ইস্পাত কারখানার কর্মী। বাকি দুই জন বেসরকারি সংস্থায় কাজ করেন। তা সত্বেও বৃদ্ধ বাবাকে রাখা হয়েছে ডিএসপির পরিত্যক্ত আবাসনে। খাটে দড়ি দিয়ে বেঁধে। তাঁকে জল দেওয়ার কেউ নেই। চরম অমানবিক ছবি শুক্রবার দেখা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের ডিএসপি টাউনশিপের বি-জোনের জয়দেব এভিনিউয়ে।
এদিন সকালে ওই এলাকায় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ডেঙ্গি সার্ভে করছিলেন। হঠাৎ তাঁরা একটি পরিত্যক্ত আবাসনের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। ভেতরে ঢুকেই চোখ কপালে ওঠার জোগাড় স্বাস্থ্য কর্মীর। একটি ভাঙা খাটে হাত, পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছেন এক অশীতিপর বৃদ্ধ। জানা যায়, তাঁর নাম মাগারাম ঘোষ। তিনি অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মী ছিলেন।বাবাকে একা এভাবে ফেলে রেখে তিন ছেলে বসবাস করেন শহরের অন্যত্র। কিন্তু বৃদ্ধ অসুস্থ বাবার জায়গা হয়নি একজনেরও বাড়িতে। দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত একটি আবাসন দখল করে অসুস্থ বাবাকে খাটে শুইয়ে দড়ি দড়ি বেঁধে রেখেছেন তাঁরা, এমনই অভিযোগ স্থানীয়দের। এমন অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে দুর্গাপুর শহরে। খবর পেয়ে আসেন প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্ত। তিনি বৃদ্ধের বড় ছেলে দয়াময় ঘোষকে ডেকে তুলোধনা করেন। স্থানীয়রাও তাঁকে ঘিরে ক্ষোভ জানান। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
মাগারাম ঘোষের হাত পায়ের দড়ি খুলে দিতে তাঁকে নিয়ে যাওয়া হয় ডিএসপি মেন হাসপাতালে। বড় ছেলে দয়াময় অবশ্য নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, “বাবা বরাবর এখানেই থাকতেন। সেই জন্য এখানেই রাখা হয়। বাবার চিকিৎসা হয়েছিল। যাতে না পড়ে যায়, সে জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আমি নিয়মিত আসি। বাবার দেখভাল করি। সংসারের অবস্থা খারাপ। তাই বাবার আবাসন ভাড়া দেওয়া হয়েছে। বাবাকে দখল করা আবাসনে রাখা হয়েছে। অমানবিক কিছু ঘটেনি।”
ষদিও প্রাক্তন কাউন্সিলর মনি দাশগুপ্ত বলেন, “চরম অমানবিক ঘটনা। এমন নির্মম ঘটনা আগে কোনওদিন দেখিনি। মাগারামবাবু এলাকার খুব ভালো মানুষ হিসাবে পরিচিত। কিন্তু তাঁর ছেলেরা যে এরকম করতে পারেন তা কেউ কল্পনা করতে পারছেন না। আমি পুলিশকে জানিয়েছি। প্রয়োজনে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই ধরণের ঘটনা যাতে সমাজে না ঘটে সে বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।