দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জানুয়ারি ২০২৪: ধর্মীয় বিভাজন ছড়ানোর চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকার। এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে ‘রান ফর ইউনিটি’ দৌড়ের আয়োজন করছে সিটু অনুমোদিত হিন্দুস্তান ষ্টিল এমপ্লয়িজ ইউনিয়ন।
২০ জানুয়ারি ডিএসপি টাউনশিপে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। পুরুষদের জন্য ১০ কিমি এবং মহিলাদের জন্য ৩ কিমি দৌড় আয়োজন করা হবে। বুধবার দুর্গাপুর প্রেস ক্লাবের অস্থায়ী ক্যাম্পে সাংবাদিক বৈঠক করে একথা জানান, সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সীমান্ত চ্যাটার্জী’রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।