মহরমের সকালে কাঁকসায় পথচলতি মানুষজনকে পানীয় জল খাওয়ানো হল
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জুলাই ২০২৪: মহরমের দিন পথ চলতি মানুষকে জল খাওয়ানোর ব্যবস্থা করেছেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা। তাঁদের সঙ্গে যোগ দেন হিন্দু সম্প্রদায়ের মানুষজনও। কাঁকসা হাসপাতাল মোড়ে এই কর্মসূচী নেওয়া হয় বুধবার সকালে। বরাবর কাঁকসা, পানাগড়ে বাসিন্দারা বরাবর অন্য ধর্ম বা সম্প্রদায়ের উৎসবে মেতে ওঠেন। মহরমেও তার ব্যতিক্রম হয় না।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।