দুর্গাপুর দর্পণ, ১১ মে ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রচারের শেষ দিনে ‘অকাল রামনবমী’ নিয়ে এল বিজেপি। মহিলা ঢাকিদের ঢাকের বোল, আদিবাসীদের ধামসা মাদলের তালে তালে নাচছে শিব, দুর্গা, কালী সহ অন্যান্য দেবদেবীরা। পেশী ফোলাচ্ছে বজরংবলী। শনিবার বেলা ১১টায় দুর্গাপুর বাজারে এই চিত্র দেখা গেল।
হুড খোলা গাড়িতে প্রচার করলেন কৌস্তব বাগচী, রুদ্রনীল ঘোষ ও পাপিয়া অধিকারী। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এই শোভাযাত্রা। উচ্ছ্বাস দেখা যায় বিজেপি কর্মীদের মধ্যেও। শোভাযাত্রা দেখতে শয়ে শয়ে মানুষ ভিড় জমান রাস্তার দুই পাশে। রুদ্রনীল, পাপিয়া’রা বলেন, “দিলীপ ঘোষের মতো প্রার্থী আরেকবার সাংসদ হলে আপনারা বড়ই উপকৃত হবেন। মানুষের কথা ভাবেন, মানুষের কথা শোনেন, মানুষের আওয়াজ তুলে ধরেন সংসদে।’’
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।