দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ এপ্রিল ২০২৪: নববর্ষ উপলক্ষে স্কুলে স্কুলে মিড ডে মিলে মহাভোজ। রবিবার নববর্ষ হওয়ায় সোমবার স্কুলগুলিতে শিক্ষা দফতরের নির্দেশ মেনে মিড ডে মিলে বিশেষ মেনু রাখা হয়েছিল। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের স্কুলগুলিতেও সোমবার মিড ডে মিলে বিশেষ মেনু খাওয়ানো হয় পড়ুয়াদের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে এদিন ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি খাওয়ানো হয়। বিজড়া হাইস্কুলে ভাত, ডাল, চিকেন, আলু পোস্ত, কাঁচা আমের চাটনি ও দই খাওয়ানো হয়। বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলে খাওয়ানো হয় ভাত, ডাল, আলু-কুমড়োর সবজি, চিকেন কষা, টমেটোর চাটনি খাওয়ানো হয়। বিজড়া প্রাথমিক স্কুলে খাওয়ানো হয় লুচি, আলুর দম, মিষ্টি। সব স্কুলেই পড়ুয়ারা এদিন কবজি ডুবিয়ে দুপুরের খাবার খায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।