You are currently viewing Durgapur : ডাব বোঝাই পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ১

Durgapur : ডাব বোঝাই পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ১

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ অক্টোবর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে বুধবার সকালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মুচিপাড়ার কাছে সড়ক পারাপার করার সময় একটি ডাব বোঝাই পিক আপ ভ্যান তাঁকে ধাক্কা মেরে উল্টে যায়। মৃত্যু হয় স্থানীয় আইটিআই আমবাগান এলাকার বাসিন্দা চেকু কর্মকারের (৬৫)।

এদিন যখন চেকু জাতীয় সড়ক পারাপার করছিলেন তখন প্রচন্ড গতিতে একটি ডাববোঝাই পিকআপ ভ্যান আসছিল। চেকুকে দেখে ব্রেক কষতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় চেকুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

আরও পড়ুন- কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

Leave a Reply