You are currently viewing অন্ডাল শুট আউট কান্ডে গ্রেফতার আরও এক

অন্ডাল শুট আউট কান্ডে গ্রেফতার আরও এক

অন্ডালের সিঁদুলির শুট আউট কান্ডে গ্রেফতার আরও এক।  

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডালের সিঁদুলির শুট আউট কান্ডে পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ ডাবলু। বুধবার তাকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। জামিনের আবেদন না মঞ্জুর করে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর খান্দরার সিদুলি পঞ্চায়েত অফিসের সামনে গুলিবিদ্ধ হন সক্রিয় সিপিএম সমর্থক বুদ্ধদেব সরকার। পরের দিন অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার প্রত্যক্ষদর্শী সুশান্ত বাউরি। পরে আরও একটি অভিযোগ দায়ের করেন বুদ্ধদেববাবু। নতুন কয়েকটি নাম যুক্ত করা হয় সেই অভিযোগে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করে। কিন্তু মূল অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না বলে সরব হয় সিপিএম।

অভিযুক্তদের গ্রেফতার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বুদ্ধদেববাবু এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট ঘটনার তদন্তের তত্ত্বাবধানের দায়িত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে। সেই সঙ্গে পুরনো অভিযোগের সঙ্গে বুদ্ধদেববাবুর দায়ের করা অভিযোগকে যুক্ত করা ও বুদ্ধদেববাবুর শরীর থেকে বের হওয়া গুলিটির ফরেনসিক পরীক্ষা করানোরও নির্দেশ দেন বিচারক। তদন্তের অগ্রগতির রিপোর্ট ১১ ডিসেম্বর জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট ।

মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে ঘটনায় অভিযুক্ত শেখ ডাবলু নামে একজনকে। এখন পর্যন্ত মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সিপিএম নেতা তুফান মন্ডল বলেন, অভিযুক্তরা সকলেই শাসকদলের নেতাকর্মী অথবা শাসকদলের ঘনিষ্ঠ। তাই পুলিশ তদন্তে ঢিলেমি করছে। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply