You are currently viewing আজ মাঝরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে

আজ মাঝরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে

মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ নভেম্বর মাঝরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করা যাবে। 

————————————-

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ নভেম্বর ২০২৩: লেট ফাইন ছাড়া একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীম বাড়িয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ নভেম্বর মাঝরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করা যাবে। স্কুলগুলিকে নির্ধারিত দিনের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে লেট ফাইন দিতে হবে।

চলতি শিক্ষাবর্ষ থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স বিষয়দুটি চালু করা হয়েছে একাদশ শ্রেণিতে। অভিযোগ, বাজারে মিলছে না নতুন দুই বিষয়ের পাঠ্যপুস্তক। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সোমবার এই দুটি বিষয়ের স্টাডি মেটিরিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপাতত শুধু ইংরেজি স্টাডি মেটিরিয়াল আপলোড করা হয়েছে। শীঘ্রই বাংলাতেও স্টাডি মেটিরিয়াল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply