তৃণমূলের সভায় চাঁদের হাট, বাদ শুধু বিশ্বনাথ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট ২০২৩: রবিবার দুর্গাপুরের (Durgapur) সগড়ভাঙায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের জনসভায় রবিবার কে ছিলেন না? তিন মন্ত্রী, জেলা সভাপতি, দুর্গাপুরের তাবড় নেতারা, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। হাজির সবাই। গর হাজির একমাত্র প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল।
কেন তিনি জাননি? তাঁর সাফ কথা, ‘‘বিনা নিমন্ত্রণে কেউ কুটুম বাড়িতে যায়?’’ সভার দিন সকাল ৯টা নাগাদ জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে ফোন করে জানতে চান, তিনি সভায় যাবেন কি না। উদ্যোক্তাদের কেউ তাঁকে ফোন করেননি বলে জানান বিশ্বনাথ। জেলা সভাপতি তখন তাঁকে জানান, ব্লক থেকে তাঁকে সভার আমন্ত্রণ জানিয়ে ফোন আসবে। কিন্তু সেই ফোন আর আসেনি।
বিশ্বনাথ বলেন, ‘‘আমি মনে করি, আত্মসম্মান ও আত্মমর্যাদা সবথেকে বড় সম্পদ। তা বিসর্জন দেওয়া সম্ভব নয়।’’ ৩ নম্বর ব্লক সভাপতি ভীমসেন মন্ডল বলেন, ‘‘দলের কর্মসূচী। জেলা সভাপতি নিজে ফোন করেছিলেন। সেই নির্দেশ উনি মানবেন কি না সেটা তাঁর বিষয়।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।