দুর্গাপুর দর্পণ, ২৫ জুন ২০২৪: সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের প্রতিটি প্রান্তের প্রশাসনিক আধিকারিকদের কড়া ধমক দিয়ে বলেন, কোনও অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। রাতেই পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে অভিযানে নেমে পুলিশ গ্রেফতার করল তিন অবৈধ মদ কারবারিকে।
আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) বহু জমি দখল করে চলছে অবৈধ কাজকর্ম। কোথাও ধাবা, কোথাও গাড়ির গ্যারেজ, হোটেল, পার্কিং, ক্লাব, কোথাও খাটাল গজিয়ে উঠেছে। ফুটপাতও দখল হয়ে যাচ্ছে। একাধিকবার অভিযান চালানোর পরেও বন্ধ হয়নি সেই সব অবৈধ কাজকর্ম।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জাতীয় সড়ক লাগোয়া এডিডিএ এর জমির বেড়া কেটে গজিয়ে উঠেছে বহু ধাবা। সেখানে অবৈধভাবে মদ বিক্রির পাশাপাশি দুষ্কৃতীদের আনাগোনা লেগে থাকে, অসামাজিক কাজকর্ম হয়, অভিযোগ স্থানীয়দের। মুখ্যমন্ত্রী সোমবার কড়া বার্তা দেওয়ার পরেই নড়ে চড়ে বসে এডিডিএ। রাতে পুলিশকে সঙ্গে নিয়ে ওই ধাবাগুলিতে অভিযান চালায় এডিডিএ এর আধিকারিকেরা। প্রচুর বেআইনি মদ সহ গ্রেফতার করা হয় তিন অবৈধ কারবারিকে। প্রসঙ্গত, বেআইনি দখলের খবর পেতে দুর্গাপুর ও আসানসোলের জন্য দুটি পৃথক হেল্প লাইন নম্বর- ৯০৪৬২২৩৬৫০, ৯০৪৬২২৩৬৫১ চালু করেছে এডিডিএ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।