দুর্গাপুর দর্পণ, অন্ডাল: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাজোড়া মোড় এলাকায় ১১০ জন সক্রিয় বিজেপি নেতা ও কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কাজোড়া ইসিএল (ECL) কলোনি কমিউনিটি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের সভায় এই যোগদান হয়। জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে তাঁরা তৃণমূলে যোগ দেন। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “যারা কুৎসা রটাচ্ছে তৃণমূলের নামে, তারা ভাল করেই বুঝতে পারছে মানুষ কাদের পক্ষে রয়েছে। দুর্গাপুরেও ৭২৮ জন সিপিএম কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।