দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ ডিসেম্বর ২০২৩: টিকটক (TikTok) নিয়ে ঝগড়ার জেরে বোনকে গুলি করে ‘খুন’ করল পাক কিশোরী!পাকিস্তানের (Pakistan)পাঞ্জাব এলাকার সরাই আলমগীর টাউনের ঘটনা। টিকটক ভিডিও শুটিং নিয়ে ঝামেলা চলছিল দু’জনের মধ্যে। আচমকা বোনের দিকে গুলি চালিয়ে দেয় কিশোরী। মৃত্যু হয় বোনের।
দুই বোন সাবা আফজল এবং মারিয়া আফজল টিকটক ভিডিও শুট করছিল। ঝগড়া র মাঝে বোনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ১৪ বছরের সাবা। তাদের বড় দাদা সামনেই ছিল। সে গুলিবিদ্ধ বোনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। থানায় গিয়ে বোনের নামে অভিযোগ দায়ের করেন দাদা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।