ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে আসছে পাকিস্তান

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ আগস্ট ২০২৩: অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে (ICC World Cup 2023) খেলতে আসছে পাকিস্তান (Pakistan)। রবিবার সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। ৫ অক্টোবর শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের জেরে পাকিস্তান ভারতে খেলতে আসবে কী না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা কাটল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।