You are currently viewing মায়ানমারের পড়ুয়ার কাছে এদেশের প্যান কার্ড ও পরিচয় পত্র! রহস্য

মায়ানমারের পড়ুয়ার কাছে এদেশের প্যান কার্ড ও পরিচয় পত্র! রহস্য

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ২৫ সেপ্টেম্বর ২০২৩: মায়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও এদেশের প্যান কার্ড দিয়ে পরিচয় পত্র বানালেন বিশ্বভারতীর পড়ুয়া। বিদেশি ছাত্রের কাছে কী করে এ দেশের পরিচয়পত্র এল? চিন্তায় তদন্তকারীরা। প্যান কার্ড-সহ বেশ কিছু জিনিস অপহৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক কোনও বেআইনি কারবারের সাথে এই যুবক যুক্ত রয়েছেন কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।

ঘটনার সুত্রপাত গত বৃহস্পতিবার। সেইদিন দুপুরে বোলপুরের ইন্দিরাপল্লীর ভাড়াবাড়ি থেকে ১২- ১৪ জন যুবক দু’টি গাড়িতে এসে ওই বিদেশি ছাত্রকে তুলে নিয়ে যায়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাসিন্দারা জানতেন না, যারা ওই ছাত্রটির খোঁজে এসেছিল তারা সকলেই অপহরণকারী। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত নামে বীরভূম জেলা পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে, শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর লাগোয়া তালসারির সমুদ্র সৈকত থেকে অপহৃত বিদেশি ছাত্রকে উদ্ধার করে পুলিশ। মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

ধৃতদের দাবি,  চুলের ব্যবসা করায় ওই ছাত্র তাদের থেকে ৬১ লক্ষ টাকা নিয়েছিলেন বিদেশি পড়ুয়া। ৯ লক্ষ ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকা বিদেশি ছাত্র দিচ্ছিলেন না। বাকি টাকা পাওয়ার ক্ষেত্রে বোঝাপড়ার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র ধৃতদের সঙ্গে ব্যবসায় কী ভাবে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।  ভারতের প্যান কার্ড নিয়ে সে কী করত তাও খোঁজ করা হচ্ছে।

Leave a Reply