You are currently viewing অমৃত ভারত স্টেশনের তালিকায় যুক্ত হল পানাগড়

অমৃত ভারত স্টেশনের তালিকায় যুক্ত হল পানাগড়

দুর্গাপুর দর্পণ, পানাগড়, ২৫ সেপ্টেম্বর ২০২৩: অমৃত ভারত স্টেশনের (Amrit Bharat Station) তালিকায় এবার যুক্ত হল পানাগড়। দেশের ১২৫৭ স্টেশনের রূপ বদলে যাচ্ছে অমৃত ভারত প্রকল্পে। সেজে উঠছে একের পর এক স্টেশন। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া রেল কর্তৃপক্ষের কাছে পানাগড় স্টেশনটিকেও অন্তর্ভূক্ত করার আর্জি জানিয়েছিলেন।

রেল কর্তৃপক্ষ সাংসদকে চিঠি দিয়ে জানিয়েছেন, পানাগড়ের নাম অমৃত ভারত স্টেশনের তালিকায় যুক্ত হওয়ার জন্য শর্ট লিস্টেড হয়েছে। স্টেশন সাজিয়ে তোলার জন্য এবং যাত্রী স্বাচ্ছ্যন্দ বাড়ানোর জন্য সাংসদের পরামর্শও চাওয়া হয়েছে। ইতিমধ্যেই আসানসোল, অন্ডাল, পান্ডবেশ্বর স্টেশন এই তালিকায় জায়গা করে নিয়েছে।

Leave a Reply