দুর্গাপুর দর্পণ, ২৪ জুন ২০২৪: প্রধান-উপপ্রধান দুর্নীতিগ্রস্ত। এমন অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্চায়েত সদস্যরাই। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতে। সদস্যদের অভিযোগ, তাঁদের লুকিয়ে রাতের অন্ধকারে বহিরাগতদের নিয়ে কাজ করেন প্রধান, উপপ্রধান।পঞ্চায়েত সদস্যরা স্লোগান দিতে থাকেন, প্রধান, উপ প্রধানের দুর্নীতি ও স্বজন পোষণ তাঁরা মানবেন না। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। বিক্ষোভের জেরে পঞ্চায়েতের ভেতর বন্দি হয়ে যান প্রধান ও উপপ্রধান। বিক্ষোভকারী পঞ্চায়েত সদস্যদের অন্যতম শুভাশিস সিনহার অভিযোগ করে বলেন, “সাধারণ মানুষ পঞ্চায়েতে কোনও কাজ নিয়ে গেলে খালি হাতে ফিরে আসতে হয়। এলাকায় উন্নয়নের কাজও কিছুই হচ্ছে না। পানীয় জলের সমস্যা, নিকাশি নলার সমস্যা লেগেই রয়েছে। সদস্যরা প্রতিবাদ করতে গেলে তাঁদের হুমকি দেওয়া হয়। রাতের অন্ধকারে পঞ্চায়েত কার্যালয়ের ভেতর বহিরাগতদের নিয়ে কাজ হয়। তাই বাধ্য হয়ে আমরা বিক্ষোভে নেমেছি।”
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাঁদের সঙ্গে এলাকাবাসীও বিক্ষোভে সামিল হয়েছেন, এমন দাবি করেছেন বিক্ষোভকারী পঞ্চায়েত সদস্যরা। এদিকে বিক্ষোভের জেরে শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই চরম বিড়ম্বনায় পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকরের দাবি, “তৃণমূলের কর্মী হলে এই ধরনের কাজ করতে পারত না। পঞ্চায়েত খুব ভালো জায়গায় আছে। আর যদি কারোর কিছু অভিযোগ থাকে তাহলে পঞ্চায়েতের বোর্ড মিটিং এ তুলে ধরবে। পঞ্চায়েতে লিখিত আকারেও দেবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।