অন্ডাল: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য অন্ডালের উখড়ার কাঁকড়ভাঙায়। পুলিশ জানিয়েছে, মৃতা মহিলার নাম গায়ত্রী দেবী (৪১)। তিনি উখড়া গ্রাম পঞ্চায়েত সদস্য অনিল বার্নওয়ালের স্ত্রী। দিদিকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ভাই গুড্ডু বার্নওয়াল।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, ছট পুজো উপলক্ষে টুনি লাইট লাগানো হয়েছিল বাড়িতে। গায়ত্রী দেবী উঠোন পরিষ্কার করতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়ে যায়। তখনই বিদ্যুৎপৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। গুড্ডু দিদিকে বাঁচাতে গেলে ছিটকে পড়ে যায়। গুরুতর ঝকম অবস্থায় তাকে অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা আয়েশা বিবি বলেন, “সকালে এসে দেখি বিদ্যুতের তারে হাত দিয়ে পড়ে আছে গায়ত্রী দেবীর দেহ। মর্মান্তিক মৃত্যু। মেনে নেওয়া কঠিন।”