নতুন দায়িত্ব পেয়েছেন পঞ্চায়েত মন্ত্রী, দুর্গাপুরে সম্বর্ধনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৩: রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে সমবায় দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক তিনি। নতুন দায়িত্ব পাওয়ায় প্রদীপবাবুকে রবিবার সংবর্ধনা দিল দুর্গাপুরের একটি সংগঠন। মন্ত্রীকে নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। কয়েকশো মানুষ এই শোভাযাত্রায় যোগ দেন। মন্ত্রী জানান, দুর্গাপুরের মানুষের পাশে সবসময় তিনি থাকবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
আরও পড়ুন- শুভেন্দু অধিকারী চোর, ব্যবস্থা নিক ইডি, সিবিআই: সায়ন্তিকা