দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১২ আগস্ট ২০২৪: রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বীরেশ বাগদি। বয়স ২৫ বছর। বাড়ি বনকাটি গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়ায়। পেটে ব্যথা নিয়ে পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে আসেন। চিকিৎসক তাঁকে ইনজেকশন দিয়ে ছেড়ে দেন। রোগী বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাঁকে আবার পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। তখন চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা। তাঁরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, অসুস্থ রোগীকে ভর্তি না করিয়ে ছেড়ে দেওয়া হয়। এটা তাঁরা মেনে নিতে পারছেন না। হয়তো ভর্তি করে নিলে প্রাণ হানির ঘটনা ঘটতই না।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
যদিও পানাগড় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রথীন মজুমদার জানিয়েছেন, ভোর রাতে পেটে যন্ত্রণা নিয়ে বীরেশ বাগদি এসেছিলেন স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক প্রাথমিক পরীক্ষায় বুঝতে পারেন, পেটে বেশি পরিমাণে অ্যালকোহল রয়েছে। সেই মতো তাঁকে দুটি ইনজেকশন দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে ছেড়ে দেওয়া হয়। বাড়ি নিয়ে গেলে কয়েক ঘণ্টা পর আবার হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন।
চিকিৎসক দাবি করেন, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগে রোগীকে অন্য কোথাও চিকিৎসা করিয়েছেন রোগীর পরিবার। এরপর শেষ মুহূর্তে তাঁকে আনা হয় স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু তার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তখন আর চিকিৎসকদের কিছু করার ছিল না। রোগীর পরিবারের তরফে অযথা অভিযোগ করা হচ্ছে বলে মনে করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।