দুর্গাপুর: সিপিএম ছেড়ে পঙ্কজ রায় সরকার জুন মাসের মাঝামাঝি তৃণমূলে যোগ দেন। তারপর থেকে তৃণমূলের লাগাতার কর্মসূচীতে তাঁকে দেখা গিয়েছে। নতুন দলে তাঁর অফিসিয়ালি কোনও দায়িত্ব পাওয়ার কথা শোনা যায়নি এতদিন। তবে মঙ্গলবার দলের তরফে বিধানসভা ভিত্তিক যে অবজার্ভারের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে দুর্গাপুর পশ্চিম বিধানসভার অবজার্ভার হিসাবে তাঁর নাম রয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অর্থাৎ, প্রথম বারের মতো অফিসিয়ালি দলের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে দেওয়া হল। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে কলেজ জীবন থেকে রাজনীতি করে আসা পোড় খাওয়া এই রাজনীতিকের দক্ষতা ব্যবহার করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।