দুর্গাপুর, ২৬ এপ্রিল ২০২৪: পার্টি অফিসের পাশের নর্দমায় পড়ে বিজেপির দলীয় পতাকা। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ বিজেপি কর্মীদের। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগর হাউসিং কলোনির ঘটনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, দাবি তৃণমূলের।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। অভিযোগ, মদ্যপ তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে ২৬ নম্বর ওয়ার্ডের বিধাননগর হাউসিং কলোনির ভেতর লাগানো বিজেপির দলীয় পতাকা নর্দমায় ফেলে দেয়। সকালে বিধাননগর হাউসিং কলোনিতে বিজেপির পার্টি অফিসের সামনে নর্দমায় দলীয় পতাকা পড়ে থাকতে দেখে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে দেন বিজেপি কর্মীরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যেপাধ্য়ায় বলেন, ২৫ নম্বর ওয়ার্ডেও একই ঘটনা ঘটে। থানায় জানানোর পরেও কোনও ফল হচ্ছে না। থানার আধিকারিকদের অবিলম্বে সরিয়ে দিতে হবে। নির্বাচন কমিশনে সব জানানো হবে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে ধারাবাহিক আন্দোলন শুরু হবে। তৃণমূল হার নিশ্চিত বুঝে এই কাজ করছে। যদিও তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।