মঞ্চ থেকেই অভিষেকের নির্দেশের সংশোধন করে দিলেন দলনেত্রী মমতা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২১ জুলাই ২০২৩: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিরাট কর্মসূচীর ঘোষণা করলেন। তিনি জানালেন, ৫ আগস্ট সব বুথে বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করা হবে। দলের সব কর্মীকে তিনি ওই কর্মসূচীতে যোগ দেওয়ার আহ্বান জানান।
কিন্তু দলনেত্রী বক্তব্য রাখতে উঠে প্রথমেই জানিয়ে দেন, ওই কর্মসূচী হোক বুথ বুথে নয়, শুধুমাত্র ব্লকে। প্রতীকি কর্মসূচী হবে। বিজেপি নেতার বাড়ি থেকে অন্তঃত ১০০ মিটার দূরে থেকে ঘেরাও কর্মসূচী হবে। তিনি বলেন, কেউ যেন বলতে না পারেন, অন্যায়ভাবে অবরুদ্ধ করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।