দুর্গাপুর দর্পণ, ২৮ জুন ২০২৪: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জায়গায় থাকা দলীয় কার্যালয় ভাঙতে দেখা গেল তৃণমূল কর্মীদের। জানা গিয়েছে, এডিডিএ এর জায়গায় রয়েছে ওই কার্য্যালয়টি। সম্প্রতি উচ্ছেদের নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এডিডিএ। সেজন্যই কার্য্যালয়টি ভেঙে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়।
দুর্গাপুরে ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারে তৃণমূলের ওই দলীয় কার্যালয়টি পুরনো। দীর্ঘদিন ধরেই সরকারি জমির উপরে থাকা ওই কার্য্যলয় থেকে সিটি সেন্টার এলাকার দলীয় কাজকর্ম পরিচালিত হত। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন, সরকারি জমি থেকে দখলদারদের সরাতে হবে। অন্যথায় নেওয়া হবে কড়া ব্যবস্থা। এডিডিএ এর উচ্ছেদের নোটিশ ও মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে আর দেরি করেননি এই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। নিজেরাই কার্য্যলয়ের ভিতরে থাকা সব আসবাবপত্র, টিভি সরিয়ে অন্যত্র নিয়ে যান। ঘরের মাথার টিনের চাল সরিয়ে নেন। ভেঙে ফেলেন কিছু ইটের গাঁথনি। এক সময় গমগম করত যে কার্যালয় তা এখন কার্যত খন্ডহরে পরিণত হয়েছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন “সরকারি জমির উপর এই কার্যালয়টি ছিল। দুদিন আগে একটি নোটিশ দিয়েছিল এডিডিএ। সেই নোটিশে বলা হয়েছিল, তিন দিনের মধ্যে জায়গা খালি করার কথা। সেই নির্দেশ মেনেই আমরা নিজেরাই দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছি নিজেরাই। আপনি আচরি ধর্ম, অপরে শিখাও। সরকারি জায়গায় না করে অন্য কোনও জায়গায় দলীয় কার্যালয় করব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।