দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর, ১০ আগস্ট ২০২৪: দূরপাল্লার ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী। পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর স্টেশনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টা ১৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর দেওয়া হয় রেল পুলিশকে। রেল পুলিশ দ্রুত পৌঁছে ওই যাত্রীকে উদ্ধার করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
রেল সূত্রে জানা গিয়েছে, পান্ডবেশ্বর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দূরপাল্লার ট্রেন থেকে পড়ে যান এক ব্যক্তি। তাঁর মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। ট্রেনের যাত্রীরা সঙ্গে সঙ্গে খবর দেন রেল পুলিশকে। রেল পুলিশ প্রাথমিক চিকিৎসার পরে ওই যাত্রীকে হাসপাতালে পাঠায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।