রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তুমুল অশান্তি

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ২৮ জুলাই ২০২৩: উত্তাল রামপুরহাট (Birbhum) মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
পরিবারের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসক থাকলে এই ঘটনা ঘটত না। বীরভূমের নলহাটির বাসিন্দা বশির শেখের আচমকা প্রবল পেটে ব্যথা শুরু হয়। রাত সাড়ে ১০ টায় তাঁকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। অভিযোগ, রাত ১২ টার সময় পেটের আলট্রাসোনোগ্রাফি করা হয়।
সকালে চিকিৎসক দেখে যান। পরে নাকে নল লাগিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর আর কেউ যায়নি। বিকালে মৃত্যুর খবর জানানো হয়। এর পরেই বিক্ষোভ শুরু হয়। পুলিশ এলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।