দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে ভোজপুরি অভিনেতা পবন সিং এর নাম শনিবার প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল বিজেপি। শনিবার সারা দেশের মোট ১৯৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার মধ্যে রয়েছে আসানসোল কেন্দ্রটিও। বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ ছাড়াও পশ্চিমবঙ্গেও পবনের বহু ফ্যান রয়েছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
भारतीय जनता पार्टी के शीर्ष नेतृत्व को दिल से आभार प्रकट करता हु।
पार्टी ने मुझ पर विश्वास करके आसनसोल का उम्मीदवार घोषित किया लेकिन किसी कारण वश में आसनसोल से चुनाव नहीं लड़ पाऊंगा…@JPNadda— Pawan Singh (@PawanSingh909) March 3, 2024
কিন্তু রবিবার এক্স হ্যান্ডেলে পবন জানিয়ে দিলেন, তিনি আসানসোল কেন্দ্র থেকে লড়তে পারবেন না। বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘দল আমাকে বিশ্বাস করেছিল এবং আমার নাম আসানসোলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু কয়েকটি কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। অভিনেতার এই বক্তব্য প্রকাশ হতেই জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।