খুনের আসামী ধরতে গিয়ে গ্রামবাসীদের মারে জখম থানার আইসি

Police at work. Free public domain CC0 photo.
দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১৩ আগস্ট ২০২৩: একটি খুনের মামলায় অভিযুক্তদের ধরতে গিয়ে রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) আউশগ্রামের সোমাইপুর গ্রামে আক্রান্ত পুলিশ। আউশগ্রাম থানার আইসি আবদুল রব খান এবং সেকেন্ড অফিসার এসআই উত্তম মণ্ডলকে মারধর করা হয়। তাঁদের উদ্ধার করে গুসকরা হাসপাতালে আনা হয়। পরে আইসিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নখকুনির যন্ত্রণার জন্য গ্রামেরই এক হাতুড়ে চিকিৎসকের কাছে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হন সোমাইপুর লাইকিংপাড়ার বাসিন্দা সুমি সোরেন। পরদিন বাড়ির কাছে মাঠে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে দু’দিন আগে থানায় ডেপুটেশন দেন গ্রামবাসীরা। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিন রাত পৌনে আটটা নাগাদ সোমাইপুর গ্রামে ওই ঘটনার তদন্তে গিয়েছিল পুলিশ। পুলিশ সোমাইপুর আদিবাসী পাড়ার এক যুবককে জেরা করার জন্য আটক করে আনার সময় স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী গিয়ে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।