দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ মার্চ ২০২৪: শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ পাঁচ গ্রামের মানুষ। ৫১ জন শিশু-সহ মোট ১১৮ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ঘটনা, জানিয়েছেন চিকিৎসকরা। যাতে পেটের রোগ আর ছড়িয়ে না পরে সেজন্য মেডিক্যাল টিম রাখা হয়েছে এলাকায়। গিয়েছে চিকিৎসকদের একটি দল।
বীরভূমের (Birbhum) সাঁইথিয়া ব্লকের ধোবাজল আদিবাসী পাড়ায় এক মৃতের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল। আশপাশের ভবানন্দপুর, মির্ধাপুর, পাগলডাঙ্গা, তালবোনা গ্রাম থেকে এসেছিলেন আত্মীয়রা। শনিবার সন্ধ্যায় রীতি মেনে তাঁরা এসেছিলেন মুড়ি, বোঁদে, মিষ্টি খেতে। রাতে বমি-পায়খানা শুরু হয়। আক্রান্তদের ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।