দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ আগস্ট ২০২৪: সন্ধ্যা নামলেই পাড়ায় বসছে মদের আসর। বাড়ছে বহিরাগতদের ভিড়। অসামাজিক কাজকর্ম চলছে। বাড়ছে আতঙ্ক। দুশ্চিন্তায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ঋষি অরবিন্দ নগরের বাসিন্দারা।
দুর্গাপুরের ১৬নং ওয়ার্ডের ঋষি অরবিন্দ নগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে সোমবার এলাকার অবৈধ মদ বিক্রেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুরের ২নং ব্লকের তৃণমূলের আহ্বায়ক সুজন ঘোষের অভিযোগ, “কলাবতী যাদব তার দুই ছেলেকে নিয়ে এলাকায় অবৈধ মদের ব্যবসা করছে। সন্ধ্যা নামলেই বহিরাগতরা মদ কিনে পাশের ছট ঘাটে বসে মদ্যপান করছে। তারপর চুরি ছিনতাই আর অসামাজিক কাজকর্ম করছে। এলাকার মহিলারাও নিরাপত্তার অভাবে ভুগছে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এলাকাবাসী জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি দুর্গাপুর থানার পুলিশকে এবং রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে লিখিত অভিযোগ করেছেন তাঁরা। দ্রুত কড়া ব্যবস্থা না হলে মুখ্যমন্ত্রীর কাছেও তাঁরা অভিযোগ দায়ের করবেন বলে দাবি করেছেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন,”রাজ্যের প্রতিটি প্রান্তেই তৃণমূলের মদতে অবৈধ কাজকর্ম চলছে। এই এলাকাতেও একই ঘটনা ঘটছে। তৃণমূল সরকারের পরিবর্তন না হলে এ রাজ্যে কিছুই বদলাবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।