দুর্গাপুর: পুর নিগমের বর্জ্য বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর জখম প্রৌঢ়। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর। এই ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ। গাড়ির গতি নিয়ন্ত্রণ করা, রাস্তায় স্পিড ব্রেকার দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বিক্ষোভকারীরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, বুধবার সকালে বিধাননগর জোনাল মার্কেটের সামনে দুর্গাপুর নগর নিগমের বর্জ্য বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গঙ্গাধর বেজ-কে (৮৭)। তাঁর বাড়ি অরভিল পার্কে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গাড়িটি পালিয়ে যায়। এরপরেই স্থানীয়রা পুরসভার অন্য বর্জ্য বহনকারী গাড়িগুলিকে আটকে দেন। আটকে রাখা হয় চালকদেরও। শুরু হয় উত্তেজনা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিক্ষোভকারী রজত বিশ্বাস অভিযোগ করেন, “বেপরোয়া গতিতে যাতায়াত করে বর্জ্য বহনকারী গাড়িগুলি। চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় এলাকাবাসীকে। এদিন সকালে এক প্রৌঢ় রাস্তা পার হচ্ছিলেন। তখনই ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি। আমরা গাড়িটিকে চিহ্নিত করেছি। গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবিতে বাকি বর্জ্য বহনকারী গাড়িগুলিকে আটকে বিক্ষোভ করি। পরে পুলিশ আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নিই।”
পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, “আমরা দ্রুত এই গাড়িগুলির দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে কথা বলব। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেদিকে নজরদারি বাড়ানো হবে।” যদিও বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “গাড়ির ফিটনেস নেই। চালকদেরও প্রশিক্ষণ নেই। সেই জন্যই এই ধরণের ঘটনা ঘটছে। ভবিষ্যতে ফের এমন হলে আমরা রাস্তায় নামব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।