দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচন ধরা দেহ। দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভের ডিরোজিও পথ এলাকার ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আশপাশের বাসিন্দারা ভিড় করেন।পুলিশ সূত্রে জানা যায়, ৮/৩ ডিরোজিও পথের বাসিন্দা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বয়স ৫৮ বছর। সোমবার সাতসকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমে ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে খবর দেন পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে তাঁর পচন ধরা দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কল্যাণবাবু বাড়িতে একাই থাকতেন। তাঁর স্ত্রী ইএসআই হাসপাতালের ডাক্তার। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। স্ত্রী ও মেয়ে অন্যত্র থাকেন। মানুষ হিসাবে তাঁর সুনাম রয়েছে পাড়ায়। তবে মানসিক অবসাদে খুব মদ্যপান করতেন বলে জানান প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা নবীনা চক্রবর্তী বলেন, “রবিবার বিকেল থেকেই দুর্গন্ধ আসছিল। আমরা ভেবেছিলাম ইঁদুর মরেছে। আজ সকালেও চরম দুর্গন্ধ বের হতে থাকে। আমরা কল্যাণবাবুকে অনেক ডাকাডাকি করি। কিন্তু কোনও সাড়া পাইনি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ পৌঁছে দরজা ভেঙে দেখে শৌচালয়ের ভেতর গিয়ে দেখে, উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছেন কল্যাণবাবুর দেহ। কী কারণে মৃত্যু আমরা বুঝে উঠতে পারছি না। পুলিশ তদন্ত করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।