দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ জুলাই ২০২৪: যোগাযোগের প্রাচীন মাধ্যম হল ‘ডাকঘর’। এবার দুর্গাপুজোর মন্ডপে সেই ডাকঘরকে থিম করেই বাজার মাতিয়ে দিতে চাইছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাদের দুর্গাপুজো ৩৩ বছরে পদার্পণ করতে চলেছে। সোমবার ধুমধাম করে হয়ে গেল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা প্রমুখ।
যখন মোবাইল ছিল না, ছিল না কোনও সোশ্যাল মিডিয়া। তখন যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। ডাকঘরের মাধ্যমেই চিঠি দেশ-বিদেশ পৌঁছে দিত ডাকবিভাগ। রানাররা এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে ছুটতে ছুটতে চিঠি পৌঁছে দিত। এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রচলিত চিঠির জায়গা নিয়েছে ডিজিটাল কার্ড। নতুন প্রজন্ম অনেকে জানেই না ডাকবিভাগের গুরুত্ব।
তা মনে করিয়ে দিতেই এবং নতুন প্রজন্মের কাছে বিষয়টি তুলে ধরতে থিম হিসাবে ‘ডাকঘর’ বেছে নিয়েছেন পুজোর উদ্যোক্তারা। এই থিম মানুষের মন জয় করে নেবে বলেও আশাবাদী তাঁরা। পুজোর উদ্যোক্তাদের তরফে শুভ্রজিৎ মজুমদার বলেন, “গতবারের মতো এবারেও প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করে বহুদিন আগের ছবি ফুটিয়ে তোলা হবে। জেলার বড় বড় পুজোমণ্ডপের তালিকায় এবারও আমাদের পুজো জায়গা করে নেবে বলে আমাদের বিশ্বাস।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।