September 28, 2023

গাছ দত্তক নিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ জুলাই ২০২৩: 
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিমের (NSS) যৌথ উদ্যোগে ১৯, ২০ এবং ২১ জুলাই যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের চকগড়িয়া, মোহনপুর এবং বেলগাছিয়া ক্যাম্পাসে বন মহোৎসব -২০২৩ এর আয়োজন করা হয়। ছাত্র, শিক্ষক, আধিকারিক থেকে কর্মচারীদের আগ্রহ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গাছের চারা দত্তক নেওয়ার মতো এক নতুন ধারণার জন্ম দিয়ে আয়োজকেরা সর্ব স্তরের মানুষের মধ্যে পরিবেশকে বাঁচানোর বার্তা দেন। পাশাপাশি, শুধু বৃক্ষ রোপন যথেষ্ট নয়, সেই গাছকে স্বযত্নে লালন পালন ও করতে হবে, উদাহরণ সহযোগে সেই বার্তাও দেওয়া হয়।

মোট ১০০ টি বিভিন্ন জাতের চারা গাছ রোপন এবং সেই গাছগুলোকে বড় করে তোলার দায়িত্ব নেওয়া হয়। এছাড়া তিন ক্যাম্পাসের ছাত্রদের মধ্যে “প্রকৃতি” থিমের উপর এক ডিজিটাল স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তিন অনুষদের প্রথম তিন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। তিনদিনের ধারাবাহিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধ্যাপক পার্থ দাস, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শ্যাম সুন্দর দানা, প্রাণী চিকিৎসা এবং প্রাণী বিজ্ঞান অনুষদের ডিন ও NSS কো-অর্ডিনেটর অধ্যাপক শুভাশিস বটব্যাল, ডেয়ারী টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক এস বাগ, বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা কাউন্সিল সদস্য অধ্যাপক প্রদীপ কুমার দাস সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সভার সভাপতি ও সম্পাদক অধ্যাপক প্রবাল ঘোষ ও অধ্যাপক রিপন বিশ্বাস।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: