আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
একজন শ্রমজীবীর গান
অমিতাভ চক্রবর্তী
আমি কাটিয়ে দিয়েছি সারাটা জীবন –
অনেক অনেক কাজে,
কিন্তু এখনো সময় কিছুটা আছে –
বাঁচতে চাওকি
কাজের কাজটা করে?
বুকের মধ্যে আজব একটা নদী –
তীব্র বরফে স্তব্ধ হয়েই আছে
বুকের মধ্যে জ্বালাও আগুন এবার –
বন্যার নদী হয়ে তুমি আজ ভাসাও চরাচর।
চলার পথে মাখলি কতো রঙ
লাগলো চোখে আনন্দেরই নেশা –
যাও রেখে বন্ধু, আলোর কিছুটা বিন্দু,
আগামী দিনের নতুন শিশুর –
ছন্দে হাঁটার পথ বরাবর।