দুর্গাপুর: লাল পাহাড়ির দেশের স্রষ্টা, কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। শুক্রবার গভীর রাতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডে তাঁর বাসভবন ‘সোনাঝুরি’-তে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, করোনার পর থেকেই ফুসফুস জনিত কিছু সমস্যায় ভুগতেন তিনি। শুক্রবার তিনি কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসক এসে জানিয়ে দেন, কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রাঙামাটি বীরভূমে, শিল্পাঞ্চল দুর্গাপুরে ঘন ঘন যাতায়াত ছিল কবির। বস্তুত সারা রাজ্যেই তিনি ঘুরে বেড়াতেন। বিভিন্ন সাহিত্য সভায় যোগ দিতেন। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলে লেখার উপাদান খুঁজে বের করতেন। প্রকৃতি, পরিবেশ থেকে উপাদন সংগ্রহ করতেন। এভাবেই একদিন চুঁচুড়া স্টেশনের পাশে মহুয়া গাছটি দেখে প্ল্যাটফর্মে বসে লিখেছিলেন “লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছেনা রে, ইক্কেবারে মানাইছেনা রে…।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।