বিচারকের ছেলের জুতো খুঁজতে গিয়ে কার্যত দিশেহারা পুলিশ!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ আগস্ট ২০২৩:বিচারকের ছেলের জুতো খুঁজতে গিয়ে কার্যত দিশেহারা পুলিশ! রাজস্থানের (Rajasthan) ঘটনা। আলোয়ারে পস্কো আদালতের বিচারক যোগেন্দ্র কুমার আগরওয়ালের ছেলে পুজো দিতে গিয়েছিলেন জয়পুরের বাদি ছৌপার এলাকায় ব্রিজ নিধি মন্দিরে। বেরিয়ে দেখেন প্রায় ১০ হাজার টাকা মূল্যের জুতো উধাও।
তাঁর বাবা বিচারক যোগেন্দ্র কুমার আগরওয়াল তখনই মানক চক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই হুলুস্থুল পড়ে গিয়েছে রাজস্থান পুলিশে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে আটকও করা হয়েছে। কিন্তু জুতোর হদিস এখনও মেলেনি! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।