জুয়ার আসরে গ্রেফতার ১১, তাদের ঠিকানা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ জুন ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরে বুধবার রাতে ডিএসপি টাউনশিপের একটি হোটেলে বসেছিল জুয়োর আসর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে ১১ জনকে। উদ্ধার হয় ১০ লক্ষের বেশি নগদ টাকা।
গ্রেফতার হওয়া ১১জনের ঠিকানা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় পুলিশের। কার্যত সারা জেলা থেকে জুয়ারিরা জড়ো হয়েছিল ওই হোটেলে। ধৃতদের বাড়ি দুর্গাপুরের বেনাচিতি, ফুলঝোড়, অন্ডাল, উখড়া, ঝাঁঝড়া, পান্ডবেশ্বর, জামুড়িয়ায়। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রিয়দর্শিনী ইন্দিরা সরণীর ধারের ওই হোটেলে জুয়ার আসর বসছে বলে খবর ছিল। শুরু হয়েছিল নজরদারি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে নিশ্চিত হওয়ার পরে অভিযান চালানো হয় এবং গ্রেফতার করা হয় জুয়ারিদের।