দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারি ২০২৪: ব্যাঙ্কের লকার ভেঙে ১ কোটি ৫০লক্ষ টাকার সোনা আর ২৭ লক্ষ টাকা নগদ নিয়ে অন্ধ্রপ্রদেশ ছেড়ে গাঢাকা দিয়েছিল দুই দুষ্কৃতী। পুলিশের চোখে ধুলো দিতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে লরির চালক ও খালাসির কাজ নিয়েছিল। তবে শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ে গেল অভিযুক্ত মহারাষ্ট্রের বুলধানা এলাকার বাসিন্দা অক্ষয় আম্বুরে ও হরিশ মিলিন্দ গায়কোয়াড।
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, চাদর ব্যবসায়ীর পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা। এরপর সুযোগ বুঝে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি করে তারা। কাঁকিনাড়া পুলিশ দুষ্কৃতীদের ঠিকানা জানতে পেরে সেখানে যাওয়ার আগেই রাজ্য ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুর থানার মেনগেট এলাকায় দুই দুষ্কৃতীর খোঁজ পায় কাকিনাড়া থানার পুলিশ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে একথা জানায় কাঁকিনাড়া থানার পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, দু’জনে একটি ছোট লরির চালক ও খালাসির কাজ নিয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানায় ওই লরিতে করে সামগ্রী পরিবহণ করছিল। সোমবার বিকেলে মেন গেট এলাকায় তাদের ধরে ফেলে পুলিশ।
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া থানাকে খবর দেয় দুর্গাপুর থানা। বুধবার ধৃতদের ট্রানজিট রিমান্ডের আবেদন চেয়ে তোলা হয় দুর্গাপুর আদালতে। কাঁকিনাড়া থানার পুলিশ এসেছে দুর্গাপুরে। ধৃতদের অন্ধ্রপ্রদেশ নিয়ে যাবে সেখানকার পুলিশ। মোট ৭জন মিলে ডাকাতি করেছিল বলে সেখানকার পুলিশ জানিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।