দুর্গাপুর: গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাত দল। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাত দল। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বুধবার রাতে এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় দুর্গাপুর স্টেশনের পিছন দিকের ভৈরব স্থান এলাকায়। কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতরা হল বিহারের ঝাঁঝার রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শা, বিজয় শা ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দীপক দাস।
তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল, একটি নাইনএমএম পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। কী উদ্দেশ্য নিয়ে এই দুষ্কৃতী দল এখানে জড়ো হয়েছিল পুলিশি হেফাজতে জেরা করে তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ সূত্রে জানা গেছে, এই ডাকাত দল বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে। তারপরে সেখান থেকে ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে যায়। সেখানে ওই দলটির সঙ্গে দেখা করার কথা ছিল আর এক দুষ্কৃতীর। সে আসেনি দেখে ডাকাত দল সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরে থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।